কবি ইশরাত জাহান কোহিনূর এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
কবি ইশরাত জাহান কোহিনূর ১৯৮৩ সালের ২০শে ফেব্রুয়ারিতে ময়মনসিংহ সদরে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল করিম ও মাতার নাম মৃত রোকেয়া খাতুন। তিনি হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, মহিলা ডিগ্রি কলেজ হতে এইচএসসি,আনন্দ মোহন কলেজ হতে ইংরেজিতে বিএ অনার্স ও এম এ সম্পন্ন করেন। ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ হতে বি.এড ও এম.এড সম্পন্ন করেন।বর্তমানে তিনি চেচুয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। “কবর দেশে” কবিতাটিতে তিনি মানব জীবনের জীবন মরণের প্রতিচ্ছবি কাব্যিক মহিমায় ফুটিয়ে তুলেছেন।
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি ইশরাত জাহান কোহিনূর’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।