কবি ইশরাত জাহান কোহিনূর এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
কবি ইশরাত জাহান কোহিনূর ১৯৮৩ সালের ২০শে ফেব্রুয়ারিতে ময়মনসিংহ সদরে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল করিম ও মাতার নাম মৃত রোকেয়া খাতুন। তিনি হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, মহিলা ডিগ্রি কলেজ হতে এইচএসসি,আনন্দ মোহন কলেজ হতে ইংরেজিতে বিএ অনার্স ও এম এ সম্পন্ন করেন। ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ হতে বি.এড ও এম.এড সম্পন্ন করেন।বর্তমানে তিনি চেচুয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। "কবর দেশে" কবিতাটিতে তিনি মানব জীবনের জীবন মরণের প্রতিচ্ছবি কাব্যিক মহিমায় ফুটিয়ে তুলেছেন।
--------------------------------------------------------
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি ইশরাত জাহান কোহিনূর'কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।