পাটগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রদল আহ্বায়কের মৃত্যুবরণ
মাসুদ রানা নিরব
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান সনেট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি শনিবার (১৯ জুলাই) আনুমানিক সকাল ১০ ঘটিকায় পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মৃত্যুবরণ করেন।
জানা গেছে, শনিবার (১৯ জুলাই ) সকালে তার বুকে ব্যাথা অনুভব হয়। তারপর কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পরেন তিনি। পরে তাকে জেলার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: মকবুল হেসেন মৃত ঘোষণা করেন। তিনি জানান,হাসপাতালে পৌছার আগেই তিনি ইন্তেকাল করেন।
মেহেদী হাসান সনেট পাটগ্রাম পৌর সভার ৪ নং ওয়ার্ড এর মরহুম সাজু সরকারের মেঝ ছেলে এবং পাটগ্রাম পৌর সভার সাবেক কাউন্সিলর রতন এর ছোট ভাই। সনেট দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাটগ্রামে বিশেষ ভূমিকা পালন করেন। তার অকাল মৃত্যুতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।