সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ দিলদার আলী সাগর
সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
আজ বুধবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কাউন্সিলর মোহাম্মদ তাহের, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব ছালেহ আহমদ ছলু, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক আবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত,সীতাকুণ্ডের বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,চট্টগ্রাম উত্তরজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিবুল আবিদ, প্রেসক্লাবের সিনিয়র সদস্য মীর দিদারুল হোসেন টুটুল,জাতীয় নাগরিক পার্টির সদস্য সবুজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইকরাম হোসেন জিহাদ সহ অন্যান্য ছাত্র প্রতিনিধি গন।