সিরাজগঞ্জ ৭ বছরের শিশুকে হত্যার দায়ে সৎ মা ডিবির হাতে গ্রেফতার
শেখ ইব্রাহিম
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে সৎ মায়ের নির্মম নির্যাতনের শিকার হয়ে খুন হয়েছে ৭ বছর বয়সী শিশু হাজেরা খাতুন। শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ঘরের খাটের নিচে লুকিয়ে রাখেন অভিযুক্ত সৎ মা রুবি খাতুন।
জানা যায়, রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে হাজেরাকে খুঁজে না পেয়ে তার দাদা মোজদার আলী চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এসময় রুবিকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা ৭টার দিকে রুবির দুই জমজ ছেলে দাদাকে জানায়, তাদের মা হাজেরাকে হত্যা করেছে। এরপর মোজদার আলী ঘরের খাটের নিচে নজর দিলে একটি বস্তা দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বস্তাটি খুললে হাজেরার নিথর দেহ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরদিন সোমবার (১৪ জুলাই) দুপুরে অভিযুক্ত রুবি খাতুনকে কুটিরচর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
শিশু হাজেরার বাবা হারুনর রশিদ এ ঘটনায় সৎ মা রুবি খাতুনকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। এলাকায় এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, রুবিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলছে।