বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।
এলেক্স বড়ুয়া
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলায়ার করুকপাতা এলাকায় আলীকদম সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
১৫’ই জুলাই,২৫ইং (মঙ্গলবার) সকাল ৮-১২ টা পর্যন্ত এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
আলীকদম সেনা জোনের মেডিকেল অফিসার এর উপস্থিতিতে আলীকদম মেন্দনপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন কুরুকপাতা এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫৫ জন পুরুষ, ৯০জন মহিলা, ৭৮জন শিশুসহ মোট ২২৩ জন ব্যক্তিকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা নিতে আসা লোকজন আলীকদম সেনা জোনের এমন সেবার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে আলীকদম সেনা জোনের মেডিকেল অফিসার জানান,পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন এরকম গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো দীর্ঘদিন ধরে গ্রহণ করে আসছে।তিনি আরও বলেন তিনি ডেঙ্গু ও ম্যালেরিয়া থেকে রক্ষা পেতে নানান পরামর্শ প্রদান করেন। এছাড়া সন্ত্রাসী ও অন্যায় কার্যক্রম থেকেও বিরত থাকতে বলেন।সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন।