জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, বুধবার। ঢাকা: জুলাই সনদ ঘোষণা এবং ইতিহাসের নির্মম গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ঢাকা মহানগরী উদ্যোগে রাজধানীর প্রগতি সরণিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তারা বলেন, “জুলাই সনদ ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দলিল, যা রাজনৈতিক প্রতারণা ও গণবিরোধী কর্মকাণ্ডের মুখোশ উন্মোচন করেছে। এর ঘোষণা এবং অতীতের গণহত্যার সঠিক বিচার না হলে জাতি কখনো শান্তি পাবে না।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। এছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন থানার নেতৃবৃন্দ ও ছাত্রমজলিসের অসংখ্য কর্মী সমর্থক বিক্ষোভে অংশগ্রহণ করেন।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদের স্বীকৃতি এবং গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার দাবি করেন।