বাউফলে বিএনপির শহিদুল আলম তালুকদার গ্রুপের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসেন পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিএনপির শহিদুল আলম তালুকদার এর নেতৃত্বাধীন একটি গ্রুপ বিক্ষোভ মিছিল করেছে। সম্প্রতি রাজনৈতিক নানা ইস্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ (তারিখ উল্লেখ করুন) বিকেলে বাউফল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানানো হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনই একমাত্র পথ।”
উল্লেখ্য, বাউফলে বিএনপির অভ্যন্তরে বিভিন্ন গ্রুপ সক্রিয় রয়েছে। শহিদুল আলম তালুকদার এর নেতৃত্বাধীন এই গ্রুপ বাউফল উপজেলা রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।