” সীতাকুণ্ডের চাকরির সুযোগ নষ্ট করছে কারা…!
মোঃ মালিকুল আজিম
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম এর সীতাকুণ্ডের পিএইচপি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অনেকেই আশা করেছিলেন যে এখন থেকে চাকরি পাবেন, সংসারের হাল ধরতে পারবেন। কিন্তু মাত্র তিনজন ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থ করতে গোটা এলাকার মানুষের ভাগ্য নষ্ট করছে বলে এমন মন্তব্য করেছেন এলাকাবাসী।
এই ঘটনাকে কেন্দ্র করে, সীতাকুণ্ডবাসী দের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেইসবুকে তোলপাড় শুরু হয়েছে। এতে যে বা যারা প্রতিবাদ করিতেছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমন তথ্য পাওয়া গিয়েছে। তারা এটার প্রতিবাদ করতে চাই। এলাকাবাসী বলেন, সবাই সচেতন হোন, একসাথে প্রতিবাদ করুন!
– এই তিনজন ফ্যাক্টরি মালিক ও কর্তৃপক্ষের কাছে গিয়ে এলাকার লোকদের সম্পর্কে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। এমন তথ্য দিয়েছেন এলাকাবাসী।- তারা নতুন চাকরি প্রার্থীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করছে, যাতে এলাকার কেউ চাকরি না পায়।- এমনকি পুরনো শ্রমিকদেরও নানাভাবে হেয় প্রতিপন্ন করে তাদের চাকরি নষ্ট করার চেষ্টা করছে! এলাকার লোক গুলোকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলে। এমন অভিযোগ এলাকাবাসীর।
ফলে এলাকার যুবক- বেকার বসে আছে। ফ্যাক্টরিতে যোগ্য লোকের অভাব।কিন্তু এই তিনজনের কারণে যোগ্য প্রার্থীরা বাদ পড়ছে। এলাকার সুনাম নষ্ট হচ্ছে। বাইরের লোকেরা মনে করছে সীতাকুণ্ড এলাকার মানুষ কাজের অযোগ্য!
সীতাকুণ্ডের রাজনীতিবিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। যে বা যারা পিএইচপি অ্যালুমিনিয়াম ইউনিট লোক দিচ্ছেন ইতিমধ্যে, একটু খোঁজখবর নেন আপনাদের দেওয়া লোক গুলো কেন এক মাসের বেশি চাকরি করতে পারছে না..।