লেখক মো. সাইদুল ইসলাম
শত নৌকার মাঝি হয়ে –
সাগর দিয়েছি পাড়, মাঝ পথে বাঁধা হলো কুমিরের দল
নিক্ষেপ করল বারবার বহুবার,
উচ্ছাসে শত পথে করেছি মিছিল ও উন্মাদ নৃত্য
তবুও শালা বিয়াদপের বিচার হয়নি কখনো।
শত স্বপ্ন গুলোকে হুমকি ও নিল রক্ত চোষে
স্বপ্ন গুলো ভেসে বেড়ায় প্রতিনিয়ত
নিজের কাছে আঙুল তুলে স্বপ্ন গুলো বিচার দেয় বিবেকের দিকে,
উত্তরে মিলে গেল পরাজিত কারণ –
সবাই নিস্তব্ধ নিস্তেজ।
অযথা আমি একা হুকার দিলে কি হবে?
সবাই ত নীরব।
উত্তরে বলে দিল মস্তিষ্ক কৃতকর্মের দায় নিতে চাই না সে
শিরা – উপশিরায় প্রতিবাদের আহ্বানে অনুতপ্ত
আত্মহত্যার ভাসে সুর ;
তাও প্রতিনিয়তই মাঝি থাকে দাড়িয়ে –
কর্মফলের আশায়।
সংক্ষিপ্ত।
দেওপুর গ্রাম, বারহাট্রা থানা।