বান্দরবানে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
এলেক্স বড়ুয়া
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।শনিবার (২৮ জুন) সকালে বান্দরবান জেলা পরিষদ স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি)বায়োডাইভার্সিটি কনজার্ভেশন প্রকল্পের জেলা কর্মকর্তা রামবাদু ত্রিপুরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ডা. সানাইপ্রু ত্রিপুরা, নাংফ্রা খুমি, ইউএনডিপি’র জেলা ব্যবস্থাপক খুশিরায় ত্রিপুরা, সিংম্যাপ্রু মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, গাছ অক্সিজেন ও ফলমূল দেয়। অকারণে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। বাড়ির আনাচে কানাচে গাছ লাগাতে হবে। সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে।আয়োজকরা জানান, ইউএনডিপি’র সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ৩৫০ জন শিক্ষার্থীদের মধ্যে আমলকি, পেয়ারা, বহেরা, তেঁতুল সহ বিভিন্ন প্রজাতির মোট একহাজার একশ’টি গাছে চারা বিতরণ করা হয়েছে।