এন. এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে ICT তে দক্ষ করে গড়ে তুলুন ক্যারিয়ার
দৈনিক বাংলার দিগন্ত মিরসরাই উপজেলা প্রতিনিধি
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ ডাকঘর বুড়া হুজুরের মাজার সংলগ্ন অসাধারণ প্রতিষ্ঠান এন. এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার। যে প্রতিষ্ঠানটি হাটি হাটি পা পা করে সফলতার সাথে সাড়ে তিন বছর পাড়ি দিয়েছে। যে প্রতিষ্ঠানের প্রায় ৭০ জনেরো বেশি স্টুডেন্ট প্রশিক্ষণ গ্রহন করে ভালো ভালো স্থানে চাকরি করছেন। প্রতিষ্ঠান টি অসাধারণ, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ সম্বলিত। এন. এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার এর সবচেয়ে সেরা বিশেষত্ব হলো খুবই নিবিড় পরিচর্যা। যা সকলের একান্ত প্রয়োজন বা জরুরি বলে বিবেচনা করে থাকেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত দক্ষ যুব আইসিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত পরিচালক এম. এ হাসনাত এর সু দক্ষ পরিচালনায় অসাধারণ চমৎকার প্রতিষ্ঠানটি। সেরা যে কয়টি প্রতিষ্ঠান মিরসরাই এ আছে তার মধ্যে এন. এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার অন্যতম ও অনন্য। লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে সব স্থানে সব খানে। তাই আজই আপনার সন্তান কে ভর্তি করিয়ে দিন সেখানে। কোর্স সমূহঃ
১, কম্পিউটার অফিস এপ্লিকেশন ৩ মাস।
২, কম্পিউটার অফিস এপ্লিকেশন ৬ মাস।
৩, ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স ৬ মাস।
৪, ডিপ্লোমা ইন গ্রাফিকস ডিজাইন ৬ মাস।
৫, গ্রাফিক্স ডিজাইন ৩ মাস
৬, আইসিটি (৮ম-১০ম)
যোগাযোগ করুনঃ01606-566511,01826-356691
আপনি শিক্ষিত জাতি ও উন্নত দেশ গড়তে চাইলে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করা জরুরি।
তাই আসুন এন. এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারে।