কুমারী বাজারে দুর্ঘটনার শিকার পূর্বাণী বাস
এলেক্স বড়ুয়া
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা থেকে ছেড়ে আসা পূর্বাণী পরিবহনের একটি বাস আজ বুধবার (২৫ জুন) সকালে কুমারী বাজারের পাশে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি দ্রুত গতিতে কুমারী বাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে।
যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কয়েকজন যাত্রী হালকা আঘাত পেলেও কোনো গুরুতর জখম বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের যাত্রীদের জন্য অন্য বাসের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয় স্থানীয়দের সহায়তায়।