দিনাজপুরে আমের বাম্পার ফলন। দাম না থাকায় কৃষক আম বাগানিরা হতাশ।
হাবিবুর রহমান
দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরের বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় বিভিন্ন আমের বাম্পার ফলন হয়েছে। মাঠ পর্যায়ের কৃষক এবং বর্গা নেয়া আম বাগান মালিকদের সাথে কথা বলে যানা যায় যে এইবার আমের খুবই ভালো ফলন হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ২ কোটি হতে পারতো কিন্তু আমের ফলন দেখে তারা খুশি হলেও আমের দাম না থাকায় কৃষক এবং বর্গা নেয়া আম বাগান মালিকরা ক্ষতির মুখে পড়ছেন বলে যানা যায়।মাঠ পর্যায়ের কৃষকরা আরও বলেন যে আম সংরক্ষণের ব্যাবস্থা না থাকায় আম পেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে।