বৃথাই গেল পূজারী
লেখক মো. সাইদুল ইসলাম।
আসিল পূজারী দিবে পূজা জুলিয়ে আছে তালা মন্দিরে শালা,
বৃথাই গেল পূজারীর জীবনটা ।
ছোট বৈজ্ঞানিক গুলো অনার্য চাহিয়া তারা খাবে নাকি মা কানির ছোঁয়া প্রসাদ।
আছে তার দশটি হাত, দশটি হাতে তার দশটি অস্ত্র সে নাকি ছিল যুদ্ধার শ্রেষ্ঠ?
আজ তো দেখি মূর্তির মত হয়ে আছে নির্বাক।
পথ,ঘাট, জঙ্গলে দেখা যায় তাকে,
নেংটা হয়ে আছে দশ হাত তার দশটি অস্ত্র ধরে।
সে নিজেই তৈরি তোমার হাতে কেমন করে বলো তাকে আমায় রক্ষা করবে?
তুমি তার সৃষ্টিকর্তা তুমি ভগবান তুমি দেবতা!
নিজেই তো আছে দাঁড়িয়ে অন্যের প্রতি দীক্ষা দিয়ে সে কেমন করে রক্ষা করবে?
বলি থাকে দুগ্গা দুগ্গা বলে।
পূজার মন্ডপ শেষ করিয়া নাচে যায় তার ধারে গঙ্গা চলে জলে ভাসিয়ে দেয় দুগ্গা দুগ্গা বলে।
সে নাকি তোমার দেবতা ফালাও কেন পানিতে তোমার ভগবানকে তুমিই ভাসিয়ে দিলে তোমায় রক্ষা করবে কে?
তোমায় যে সৃষ্টি করল সেই তোমার ভগবান ও ঈশ্বর।
তুমি যাকে সৃষ্টি করলে সে কেমন করে হয় তোমার ঈশ্বর?
যত সব মালাউনের পয়দা