বান্দরবানে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক
দৈনিক বাংলার দিগন্ত বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়েছে।
শনিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবকের নাম মো. শহিদ (১৯)। তিনি কক্সবাজারের উখিয়ার এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি ৭৪ এর বাসিন্দা হোসেন আহমদের ছেলে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মো. শহিদ ব্যাগ কাঁধে করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।