গজারিয়ায় দুই নৌ চাঁদাবাজকে আটক করে পুলিশে দিল জনতা
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
দীর্ঘদিন যাবৎ মেঘনা ব্রীজের পশ্চিম প্রান্ত থেকে ভাটি বলাকী এলাকায় নৌ যান থেকে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র,আজ স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশ দিল আটক কৃত’রা হলো ১,ইয়া নূর পিতা:মৃত আব্দুল কাদির গ্রাম:ভাটি বলাকী পো:হোসেন্দী থানা:গজারিয়া, জেলা:মুন্সীগঞ্জ ২.মো:সবুজ মিয়া গ্রাম:পাঁচানি উপজেলা: সোনারগাঁও জেলা:না:গঞ্জ।
স্থানীয়’রা জানান,দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে এই চক্রটি এই নৌ পথে চাঁদাবাজি করে আসছিল আমরা এই চক্রটি আটক করার জন্য বিভিন্ন বিভিন্ন ভাবে চেষ্টা করছিলাম, আজ এদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ হলে আমরা তাদের আটক করতে সুযোগ হয়।এ স ম য় তাদের কাছ থেকে ৫০০গ্রাম(আনু:)গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় আরো ২/৩ চাঁদাবাজ পালিয়ে যায়,স্থানীয়দের দাবি তাদেরও আইনের আওতায় আনা হোক।