বান্দরবানের রোয়াংছড়ি দেবতা খুম ভ্রমনে ৭দিনের নিষেধাজ্ঞা
এলেক্স বড়ুয়া
বান্দরবান প্রতিনিধি
টানা বর্ষনের কারনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতা খুম পর্যটক স্পট ভ্রমনে ১৮ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত ফের নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। রোয়াংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
১৮ জুন সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের জারি করা এক স্বারকপত্রে জানা যায়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরি ইত্যাদির পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এমতাবস্থায়, রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম-এ পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে যে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ নয়। এ প্রেক্ষিতে, পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে পর্যটকদের আজ ১৮ জুন হতে ২৫ জুন পর্যন্ত দেবতাখুম ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হলো।এছাড়া, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে স্ব স্ব ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রচার-প্রচারণা এবং প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।