অপহৃত ব্যবসায়ী ফয়সালের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের
নিজস্ব প্রতিবেদক
দৈনিক বাংলার দিগন্ত বান্দরবান
অপহৃত ব্যবসায়ী ফয়সালের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের
বান্দরবান, ১৭ জুন:বান্দরবান বাজারের ব্যবসায়ী ও যুবদলের সহ-সাহিত্য সম্পাদক মোঃ ফয়সাল হোসেন অপহরণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। তারা দাবি জানিয়েছে, ফয়সালকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৯টায় বান্দরবানের লেমুঝিড়ি এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্যরা ফয়সাল হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ছাত্র পরিষদের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সন্ত্রাসী তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। যা জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, মতাদর্শ বা যে কোনো দাবি আদায়ের জন্য সন্ত্রাস ও সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব।তারা তাদের চার দফা দাবিও তুলে ধরেন:
✅ সকল সন্ত্রাসী গোষ্ঠীকে আইনের আওতায় আনা
✅ সন্ত্রাস দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার
✅ জনগণের মধ্যে সচেতনতা ও সহনশীলতা বৃদ্ধি
✅ পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা চাঁদাবাজি ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধ
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সংশ্লিষ্ট প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কাছে আহ্বান জানিয়েছে, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিয়ে অপহৃত ব্যবসায়ী ফয়সালের মুক্তি নিশ্চিত করা হোক এবং এ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।