রথযাত্রা উপলক্ষ্যে বান্দরবানে চিত্রাঙ্কন, শঙ্খ ধ্বনি প্রতিযোগিতার আয়োজন
এলেক্স বড়ুয়া
বান্দরবান প্রতিনিধি
সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষ্যে বান্দরবানে চিত্রাঙ্কন এবং শঙ্খ ধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।আয়োজকেরা জানান, রথযাত্রা উপলক্ষ্যে বান্দরবানে প্রথমবারেরমত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শঙ্খ ধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১. ক বিভাগ: ৫ম শ্রেণি পর্যন্ত,২. খ বিভাগ: ৬ষ্ঠ শ্রেণি থেকে এসএসসি এবং ৩. গ বিভাগ: একাদশ শ্রেণী থেকে তদূর্ধ্ব (উন্মুক্ত বিভাগ) এ অংশগ্রহণ করা যাবে। সময়সীমা থাকবে ১ঘণ্টা, আর প্রতিযোগীরা নিজেদের রঙ, পেন্সিল, ব্রাশ, ইত্যাদি আনবে। কাগজ আয়োজক কর্তৃপক্ষ সরবরাহ করবে, একমাত্র হাতে আঁকা (ম্যানুয়াল) চিত্র গ্রহণযোগ্য,সময় শেষে কাগজ জমা দিতে হবে, আইডি নম্বর ও বিভাগের নাম পেছনে লিখতে হবে।
অন্যদিকে শঙ্খ ধ্বনি প্রতিযোগিতায় ১. নারী বিভাগ,২.পুরুষ বিভাগ এবং ৩. শিশু বিভাগ (১৩ বছর / ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত)। প্রতিযোগিতার নিয়ম: ১. প্রতিযোগী নিজস্ব শঙ্খ নিয়ে অংশগ্রহণ করবে, ২. একজন একবারই বাজাতে পারবে, ৩. প্রতিযোগীকে নির্ধারিত স্থানে দাঁড়িয়ে বাজাতে হবে, ৪. শঙ্খ ধ্বনি শুরু ও শেষ সংগঠকের সংকেতে হবে, ৫. প্রতিযোগীর নাম, বয়স ও শ্রেণি আগে থেকে নিবন্ধন করতে হবে।আয়োজকেরা আরো জানান, নাম জমা নেওয়া হবে ১৯জুন পর্যন্ত আর নাম জমা দেয়ার জন্য জনতা বাইন্ডিং হাউজ,দুর্গা মন্দির মার্কেট,বান্দরবান ( জিকু মুহুরি ০১৮২৯-৪৬৫০০৯) এর সাথে যোগাযোগ করা যাবে অথবা অনলাইনে নাম জমা দিতে এবং বিস্তারিত জানতে তপু দত্ত ০১৮২০-৭০৬৩০৪ (হোয়াটসঅ্যাপ) ও রাহুল দাশ ০১৮৩২-৮০৯৪০৫(হোয়াটসঅ্যাপ) এ যোগাযোগ করা যাবে।