শাহীন ইকবাল ভূঁইয়া এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
কবি শাহীন ইকবাল ভূঁইয়া ১৯৭৬ সালের ৪ঠা জুলাই নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ঐতিহ্যবাহী মগরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলীবু্দ্দীন ভূঁইয়া ও মাতার নাম রওশনারা বেগম। কবির শৈশব ও কৈশোর কাটে জন্মভূমি মগরাইল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও আত্মীয়-স্বজনের স্নেহের মাঝে। পরবর্তীতে জীবনযাত্রার প্রয়োজনে তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য ময়মনসিংহ শহরে চলে আসেন। বর্তমানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডে অবস্থিত আকুয়া চুকাইতলা বড় বাড়ীতে স্হায়ী ভাবে বসবাস করছেন । ২০২৫ সালে দৈনিক বাংলার কথা পত্রিকায় তার প্রথম কবিতা “শেষ রাতের আগে” প্রকাশিত হয়েছে। উক্ত কবিতায় তিনি তার মনোভাব সাবলীল ভাষায় প্রকাশ করেছেন।
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি শাহীন ইকবাল ভূঁইয়া’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।