গজারিয়ায় মেলেনি চামড়ার কাঙ্ক্ষিত দাম; পচে ছড়াচ্ছে দুর্গন্ধ.ভোগান্তিতে এলাকাবাসী!
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে মাদ্রাসা ও এতিমখানার নামে সংগৃহীত কোরবানির পশুর চামড়া কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করতে পারেনি। ফলে পঁচে গেছে সাড়ে ৩শতাধিক পশুর চামড়া।
এদিকে চামড়া পঁচার তীব্র দুর্গন্ধে নাক কাপড় দিয়ে চেপে ধরে চলাচল করছে ওই এলাকার সাধারণ মানুষ।
রাষ্ট্রের এই রপ্তানি পণ্য এভাবে পড়ে নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে চামড়াগুলো অপসারণ করে মাটিচাপা দেওয়ার আহাব্বাদ জানান।
বিষয়টি নিয়ে হোগলাকান্দি গ্রামের মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ জানান, কোরবানীর পশুর চামড়া যথা সময়ে বিক্রয় করতে না পেরে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা। পচে যাওয়া চামড়া গুলো মাটি চাপা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।