মামুন পাটোয়ারী। পুরান ঢাকার আজিমপুরে জন্ম। ছোটবেলা থেকেই লেখালেখি করেন। একজন গীতিকবি। জীবনের কবিতা,তরুণ কবিদের সমাহার, কালজয়ী কাব্য, স্বপ্ন তরী যৌথ কাব্যগ্রন্থে কবিতা প্রকাশ হয়েছে। বিশিষ্ট সঙ্গীত পরিচালক নাজির মাহমুদ, মনি জামান, বাসু, আতাহার টিটো গুনীজনদের সাথে কাজে মনোযোগী। ছোট ভাই নাঈমুর রহমান খান এর সাথে সঙ্গীত নিয়ে আড্ডা দিতে ভালো লাগে। সমুদ্র, সবুজবীথি,পাহাড়,অরণ্য ভালো লাগে। দেশ-বিদেশে ঘুড়তে ভালো লাগে।
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি মামুন পাটোয়ারী’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।