বরগুনায় চোরাই মালামাল সহ ব্যবসায়ী গ্রেফতার
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার পোটকাখালীর এক দোকান থেকে সৌর ব্যাটারী চুরির ঘটনা ঘটেছে, এ সংক্রান্ত বিষয় নিয়ে দুই জন চোরকে গ্রেফতার করেছে বরগুনা পুলিশ ১, আমিন ২, রুবেল, তাদের তথ্য মতে ভাঙ্গারী ব্যবসায়ী আঃ জলিল কেও আটক করেন পুলিশ এবং তার কাছ থেকে চুরি হওয়া ব্যাটারী উদ্ধার করা হয়েছে, এবং আঃ জলিলের কাছে জানতে চাইলে তিনি পুলিশ কে জানান তিনি আরো ২৫০০ মতো চোরাই কৃত ব্যাটারী ক্রয় করেছেন, পরবর্তীতে পুলিশ জানায় আঃ জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে,