
জমে উঠেছে নেত্রকোনা জেলা বারহাট্রা উপজেলার নৈহাটি গরুর হাট।
মোঃ সাইদুল ইসলাম
বারহাট্রা উপজেলা প্রতিনিধি
এবার সিন্ডিকেট না থাকাই বিক্রে শুভাকাঙ্ক্ষিত শতকোটি টাকা। ভালো দাম পেয়ে এবার খুশি খামারি ও ব্যবসায়ীক রা হাট কেন্দ্র সতর্ক প্রশাসন ও। নেত্রকোনা জেলা বারহাট্রা উপজেলা চিরাম ইউনিয়ন নৈহাটি গ্রাম। গরুর হাট জেলা প্রশাসন বাজারটি কাস করলেও অন্তর্ভুক্ত হলেও হাইকোর্টের আদেশ দেখিয়ে দীর্ঘদিন বাজারটি বাজার কমিটির নামে এক আদি চত্র প্রত্যাখার বিস্তার করে রাখে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তবে এবার পরিস্থিতি ভিন্ন, সপ্তাহে সোমবার আশেপাশে খাবার পালিত পশু নিয়ে আসছে বিক্রেতারা। আর কুরবানি উপলক্ষে জমজমাট এই হাট সপ্তাহ বিক্রির পরিমাণ শত কোটি টাকা। এখানে শুধু আশেপাশে এলাকার মানুষ আসেনা। আসে বিভিন্ন বিভাগ থেকেও, দৈনিক বাংলা দিগন্তকে জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা তারা বলে নেত্রকোনা জেলার মধ্যে প্রাধান্য একটি বাজার নৈহাটি অবস্থিত তবে বারহাট্টা থেকে নৈহাটি আসা পর্যন্ত এর ভিতরে রাস্তা জঘন্য। এই রাস্তাটা যদি মেরামত করা হয় তাহলে আরো বেচাকেনা বাড়বে এমনটা জানিয়েছে। উপজেলা প্রশাসন জানাই সিন্ডিকেট দখল মুক্ত হওয়ায় রাজস্ব আয় রেকর্ড করেছে এই বাজার। এছাড় বাজার রক্ষার জন্য পুলিশ প্রশাসন চোখ রাখছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এ বছরের আগস্টের পর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত আমরা ১ কোটি ৭৩ লক্ষ টাকা উপার্জন হয়েছে। ও ১৪ ই এপ্রিল থেকে এক মাসে প্রায় ৩৭ লক্ষ টাকা খাস আদায় করে সরকারি খাতায় জমা করে দেওয়া হয়েছে। প্রশাসন জানাই আমরা বাজার কে রক্ষা করার জন্য চোখ রাখসি, যাতে করে কোন পশু চুরি না হতে পারে সেদিকে আমরা খেয়াল রাখি।