বরগুনার গৌরীচন্না বাজারে গরুরদাম কম থাকায়হ তাশ ব্যবসায়ীরা
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলায় ২ নং গৌরীচন্না ইউনিয়নে ঐতিহ্যবাহী গৌরীচন্না গরু বাজার এখানে প্রতিবছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাজার হাজার মানুষ সমবেত হয় গরু ছাগর ক্রয় করার জন্য প্রতি বছরের মতো এবছর ও অনেক ব্যবসায়ীরা এসেছেন গরু ছাগল বিক্রয় করার জন্য, কিন্তু এবছর কোনো ব্যবসায়ীর মনে নেই কোনো আনন্দ কারন গুনতে হবে দিন শেষে লোকসানের পরিমাণ, দৈনিক বাংলার দিগন্তের প্রতিনিধি বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা জানান যে এ বছর গরুর দাম অনেক কম তার পড়েও নেই ক্রেতা একটি দুটি গরু বিক্রয় হলেও ব্যবসায়ীরা পাচ্ছেন না তার সঠিক মূল্য এজন্য তারা অনেক চিন্তিত, ব্যবসায়ীরা বলেন গত বছর যে গরুর বিক্রয় মূল্য ছিল ১৫০০০০ টাকা সেই গরু এবছর বিক্রয় হচ্ছে ১২০০০০ টাকা, দেখা যাচ্ছে প্রতি গরু জন্য আমাদের লোকসানে পরতে হবে ৩০০০০ টাকা তাহলে খামারি বাঁচবে কেমনে, গত বছর বাংলাদেশ ইন্ডিয়ার গরু থাকলেও দাম ছিল অনেক ভালো, কিন্তু এ বছর ইন্ডিয়ার গরু নেই তারপর দাম অনেকটাই কম, আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে সামনে যে কয়টা দিন আছে গরুর বাজার যাতে ভালো হয় তা না হলে আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের পথে বসতে হবে, এ দিকে যারা ক্রেতা আছেন তাদের কাছে জানতে চাইলে তারা বলেন গরুর দাম কম হওয়ার এ বছর অনেক ক্রেতাই ভালো ভাবে তার পছন্দের গরু ছাগল ক্রয় করে কোরবানি করতে পারবেন বলে আশা রাখি.