ফেনীর ফুলগাজীতে দূর্যোগে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটে সচল রাখতে মানববন্ধন
জাহিদ হাসান চৌধুরী;
ফেনী জেলা প্রতিনিধি
আকস্মিক বন্যায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশের পূর্বাঞ্চলের ফেনী জেলা। টেলিযোগাযোগসহ সব ধরনের যোগাযোগ থমকে যাওয়ায় বন্যাদুর্গত পরিবার ও স্বজনদের খোঁজখবর খবর না পেয়ে উদ্বেগে ছিলো দেশ-বিদেশের স্বজনরা। এই জেলার বাসিন্দাদের স্মৃতিতে এমন বন্যার কোনো অভিজ্ঞতা ছিলো না । তাই এবার আকস্মিক বন্যায় পূর্ব প্রস্তুতিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও যেনো নেটওয়ার্ক কোম্পানিগুলো তাদের টাওয়ার সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, এই দাবীতে ২ মে (সোমবার) মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন ফুলগাজীবাসী।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, সাংবাদিক ও সাধারণ জনগণের উপস্থিতিতে বক্তারা বলেন, মোবাইল কোম্পানিগুলো গ্রাহক সেবার মাধ্যমে সব সময়ই ব্যবসা করে কিন্তু গ্রাহকদের বিপদে নেটওয়ার্ক সচল রেখে যেনো এবার দায়িত্বশীলের পরিচয় বহন করে। বিদ্যুৎ গেলেই যেনো বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রাখতে পারে।
এব্যাপারে ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে তিনি সকল অপারেটরের দায়িত্বশীল পর্যায়ে কথা বলেছেন এবং তারাও প্রয়োজনীয় পদক্ষেপে আস্বস্ত করেছে।