ময়মনসিংহে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ বাবা ও ছেলে গ্রেফতার ২ জন।
রাজন কিবরিয়া ইব্রাহীম
ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
০১/০৬/২০২৫ ইং রোজঃ রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখা কার্যালয়, এর সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি সার্বিক তত্ত্বাবধানে একটি গুপন সংবাদ এর ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা আওতাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ মহাসড়কের উপর চট্টগ্রাম হতে নেত্রকোণাগামী পরিবহন নামীয় যাত্রীবাহী বাস তল্লাশী করে ২জন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেন। গ্রেফতার কিত আসামিরা হলেন (১_ফরিদ আলম (৪৯), পিতাঃ দ্বীন মোহাম্মদ, মাতাঃ ছালেমা খাতুন (২_নুর মোহাম্মদ (২২), পিতা- ফরিদ আলম মাতা- তৈয়বা বেগম, উভয়ের সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা- উখিয়া , জেলা- কক্সবাজার (৫,০০০+৪,৮৬০)=৯,৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও আসামিদের ব্যবহারিত ২ টি মোবাইল ফোন সহ আসামিদের গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান নিজে বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।।