এবছর সরকারি চাল সংগ্রহে জনস্বার্থে সরকারি নীতিমালায় ভূমিকা রেখে প্রশংসনীয় হয়েছেন ডিসি ফুড আল্-ওয়াজিউর রহমান
সুমন শেখ
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়ায় সরকারি ভাবে চাল সংগ্রহের খাদ্য বিভাগের উঠে এসেছে প্রশংসা । কুষ্টিয়া জেলার এ বছর খাদ্য বিভাগের চাউল সংগ্রহে জনস্বার্থে সরকারি নীতিমালা মেনে দায়িত্ব পালন করে চলেছেন ডিসি ফুড মো:আল্-ওয়াজিউর রহমান। এবং ডিসি ফুড মো: আল্-ওয়াজিউর রহমান কর্মচারীদের ও অফিস সংশ্লিষ্ট সকলকে হুঁশিয়ারি করে জানিয়েছেন এবছর কুষ্টিয়া জেলার চাল বরাদ্দে কোনরকম দুর্নীতি নয় সরকারি নীতিমালা মেনে ও স্বচ্ছ ভাবে জনস্বার্থে কাজ করতে হবে ।কুষ্টিয়া জেলা সচেতন মহল বলেছেন এ বছর আমাদের কুষ্টিয়ার খাদ্য বিভাগের ডিসি ফুড মো: আল্-ওয়াজিউর রহমান চাউল বরাদ্দের বিষয়ে সরকারি নীতিমালা মেনে স্বচ্ছতা থাকায়, এ যাবৎ পরযন্ত বরাদ্দে অনিয়ম দুননীতি করার কারোর সুযোগ নেই। ডিসি ফুড মো: আল্-ওয়াজিউর রহমানের প্রশংসা করে বলেছেন কুষ্টিয়া সচেতন মহল আমরা এর আগে দেখেছি আগের ডিসি ফুডগণ সরকারি চাউল সংগ্রহে অনিয়ম-দূর্নীতি করে লোকশানের বোঝা মাথায় নিয়েছেন। সেক্ষেত্রে আমাদের বর্তমান ডিসি ফুড মো: আল্-ওয়াজিউর রহমান সরকারি চাউল সংগ্রহে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে হাল ধরেছেন,, এবং জনস্বার্থে সরকারি নীতিমালা মেনে দাপ্তরিক কাজ করে চলেছেন। অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে এসেছে প্রশংসা মিলারদের সাথে অনিয়ম দুর্নীতি নিয়ে আপস নয় সরকারি নীতিমালা মেনেই জনস্বার্থে বরাদ্দের চাউলে স্বচ্ছতা রেখে দপ্তরের কাজ করে চলেছেন ডিসি ফুড মো: আল্-ওয়াজিউর রহমান, বলেছেন কুষ্টিয়া জেলার সচেতন মহল। ডিসি ফুড মো: আল্-ওয়াজিউর রহমান যোগদানের পর থেকে দীর্ঘদিনের কুষ্টিয়া খাদ্য বিভাগের কর্মচারী যোগসাজস্যে বরাদ্দের বিষয়ে মিলের মালিকেদের সাথে সিন্ডিকেট শক্ত হাতে দমন করেছেন এবং বলেছেন দুর্নীতি নয় সরকারি নীতিমালা মেনেই সবাইকে কাজ করতে হবে। তবে কুষ্টিয়া জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা মো: আল্-ওয়াজিউর রহমান ,বলেছেন এবছর কোন বন্ধ মিলের সাথে চুক্তি করেন নি। তারপরও যদি বরাদ্দের তালিকায় বন্ধ মিলের নাম থাকে তবে যাচাই-বাছাই করে সেসব মিলের নামে বরাদ্দ বাতিলের করা হবে। ডিসি ফুড মো: আল্-ওয়াজিউর রহমান বলেছেন সরকারি ভাবে চাল সংগ্রহের নামে খাদ্য বিভাগের কেউ যদি অনিয়ম ও দূর্নীতির করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে সরকারি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।