কবি মোঃ ইমরান হোসাইন এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
নাম- মোঃ ইমরান হোসাইন,
জন্ম ৩০ডিসেম্বর ২০০৫ইং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন ধানদী গ্রামে,,আমরা তিন ভাই আর দুই বোন,আমি সবার ছোট,আমার বড় ভাই মোঃ মুজ্জামেল, আর মেজ ভাই মোঃ ইব্রাহিম,,পিতা, মোঃ নুর মোহাম্মদ, মাতা মোসাঃ পিয়ারা বেগম,২০১২ সালে ধানদী ফাজিল মাদ্রাসায শিশু শ্রেনিতে ভর্তি হই,,,আর ২০২০ সালে কামিল হবার কারনে,মাদ্রাসার নাম দেয়া হয় ধানদী কামিল মাদরাসা,,,২০২৩ সালে ধানদী কামিল মাদরাসা থেকে এসএসসি পাস করি,এবং ধানদী কামিল মাদরাসা থেকে ২০২৫ আলিম পরিক্ষার্থী,,২০২০ থেকেই কবিতা লেখার ইচ্ছা জাগে তার পর থেকে বেস কিছু কবিতা লেখলাম তার পরে এক দিন আমাদের মাদ্রাসায় কবিতা চেয়েছিল আমিও কিছু কবিতা দিয়ে ছিতাম তার থেকে কবিতা অনেক জাচাই বাচাই পরে আমার কয়টা কবিতা টিকছে সেই থেকে আরো বালো করে কবিতা লেখার চেষ্টা করি।
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি মোঃ ইমরান হোসাইন’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।