বরগুনার সকল খেয়া ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন করেন বরগুনা বাসী
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাইনচটকি ফেরিঘাট এলাকায় মানববন্ধন করেন বরগুনা সাধারণ মানুষ তারা মানববন্ধন থেকে দাবি তোলেন বাইনচটকি খেয়াঘাট সহ বরগুনার সকল খেয়াঘাটের ভাড়া অনতিবিলম্বে কমাতে হবে, কারন এই সকল খেয়াঘাট দিয়ে দৈনন্দিন পাড়াপাড় হয় সাধারণ মানুষ দিন মজুর শ্রমিক ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী রা তাই এদের পক্ষে এতো বেশি ভাড়া দেয়া সম্ভব নয় তাই এই ঘাট গুলোর ভাড়া আগের মতো করে নির্ধারিত করতে হবে, কারন সাধারণ মানুষের হাতের নাগালে এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে, সেখানে তারা আরো বলেন বাইনচটকি ফেরিঘাটের যে বেহাল দশা তাও নিরসন করতে হবে কারন একটু গুরি গুরি বৃষ্টি হলেই ফেরির দুই পাশ তলিয়ে যায় যাতে করে গাড়ি পাড়াপাড় ও সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়, এতে করে এক পর্যায়ে বড় ধরনের দূর্ঘটনার সম্ভবনা রয়েছে, তাই এই ফেরির দুই পাশে কাজ করার জন্য বরগুনার উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাধারণ মানুষের এই ভোগান্তির হাত থেকে যাতে বাঁচতে পারে তার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যে সকল ছাএ ছাএীরা স্কুল কলেজ যাওয়ার সময় এই খেয়া পাড়াপাড় হয় তাদের ভাড়া সম্পুর্ন ফ্রি করে দেয়ার জন্য ও দাবি করেন মানববন্ধন কারীরা তারা বলেন ছাএ ছাএীদের কাছে সবসময় টাকা থাকেনা তাই তাদের কাছে যাতে কোনা ভাড়া আদায় না করা হয় তার জন্য জোর দাবি জানাচ্ছি.