আলিম আহমেদ এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
আলিম আহমেদ জন্ম ১৯৯০ ইং মধ্যবিত্ত পরিবারে। মির্জাপুর গ্রাম ব্রাক্ষণবাজার, কুলাউড়া, মৌলভীবাজারে বাস করেন। তিনি কাব্যগন্থ,যৌথ্য বই,৩৫ টি আর,ম্যাগাজিন ২০টি, আর পত্রিকাতে অনেক সুনাম রয়েছেন।আর উনি সরকারি লেখক হয়েছেন,উনি প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক। পিতা: মৃত আব্দুল মান্নান, মাতা: তছিরুন্নেছা। ডাকঘর: কাজলধারা।
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি আলিম আহমেদ’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।