কবি আরাফাত রহমান এর সংক্রান্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
কবি আরাফাত রহমান ২০০২ সালের ১ জানুয়ারি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালির খামার গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ জবেদ আলী এবং মাতার নাম মোছাঃ আক্তারুন্নেসা বেগম।
ছাত্রাবস্থায়ই তাঁর সাহিত্যপ্রতিভার বিকাশ ঘটে। ২০১৮ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে গাইবান্ধা জেলা পর্যায়ে অনুষ্ঠিত এক কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি প্রথম স্থান অর্জন করেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে পুরস্কৃত হন। এই স্বীকৃতি তাকে সাহিত্যের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
তাঁর রচিত উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে— বাঁচাও ফিলিস্তিন, আল কুরআন, তিনিই আমার রব, হে দুনিয়ার মানব, বসন্তে, সৃষ্টির সম্ভার, ঈদের দিনে, আগুন ঝরা ফাগুন মাস, অমর ভাষণখানি, বেকার জীবন, বৃদ্ধি পাচ্ছে ধর্ষণ আজি, সাহসের হুঙ্কার ইত্যাদি।
শৈশব থেকেই তিনি কাব্যপ্রেমী ও সাহিত্যানুরাগী। সমাজ, ধর্ম, মানবতা এবং সময়ের প্রেক্ষাপট তার কবিতায় বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
মোবাইল: ০১৮৩২৫৪৭৪৭৪
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি আরাফাত রহমান’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।