কবি ফিরোজ শাহীন আলাল এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার কথা।
ফিরোজ শাহীন আলাল ১৯৭০ সালে গাইবান্ধা জেলার পলাশ বাড়ী উপজেলার মুরারীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে রংপুরের স্থায়ী বাসিন্দা পিতাঃ মৃত্যু ইয়াকুব উদ্দিন আহমেদ, মাতাঃ মৃত্যু আজিজুল নেছা। ছাত্র জীবন থেকেই জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখা প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ “হৃদয়ের গোপন দহন” ২০০২ সালে প্রকাশিত হয় অনেক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। অনলাইন পত্রিকায় সক্রিয় লেখক ও অসংখ্য পুরস্কারে ভূষিত। স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক রংপুর বিভাগীয় সেরা লেখক সম্মাননা/২০২৫ পুরস্কারে ভূষিত। এছাড়াও অনেক সম্মাননা পুরস্কার প্রাপ্ত।
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি ফিরোজ শাহীন আলাল’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।