
লেখক মোহাম্মদ ইউনুস এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ১৯৯৫ ইং এর ৩ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, পিতা মরহুম ইসহাক সওদাগর মাতা মোছাম্মৎ হাজেরা খাতুন, পরিবারের সর্বকনিষ্ঠ, মছজিদ্দা হাই স্কুল থেকে এসএসসি, BSUC থেকে এইচএসসি ও একই প্রতিষ্ঠান হতে অনার্স ফাস্ট ক্লাস রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সেরা হোন, চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স ফাস্ট ক্লাস রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেন বর্তমানে BCS র প্রস্তুতি গ্রহনের চেষ্টায় রত, বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে জড়িত রয়েছেন।
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি মোহাম্মদ ইউনুস’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।