“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন”
মোঃ সাইদুল ইসলাম
বারহাট্রা উপজেলা প্রতিনিধি
এই প্রতিপাদ্যে সারাদেশ ন্যায় ২৮ মে থেকে ৩ ই জুন পর্যন্ত নেত্রকোনা জেলা বারহাট্রা উপজেলা জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ২৮ শে মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বাস্তবায়নে শুরুতেই বর্ণাট্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ওই সাপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবিরুল আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডক্টর তন্বী হাওলাদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, বারহাট্টা এস ক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা প্রেস ক্লাবের সদস্য সচিব মোফাজ্জল হোসেন খান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস,এম গোলাম হোসাইন, বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডক্টর মোসরেকুল ইসলাম মনির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বিদ্যুৎ মিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি চিকিৎসক, সাংবাদিক সহ নাসরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যর উপকারিতা অপ্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা হয়, কিশোর – কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। সরকারি দ্বিতীয় পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।