কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাধীন চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলা কালিগঞ্জ উপজেলাধীন, গতকাল ২৬ মে সোমবার সন্ধ্যা ৬টার দিকে চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটের পার্শ্ববর্তী পাড়ঘাট সতি নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাধীন চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানের নদী -নালা সহ সেতান গুলোতে এ ধরনের সাংঘাতিক জাল দ্বারা নষ্ট করছে মাছ উৎপাদনের চাহিদা। নদী গুলোতে হ্রাস পাচ্ছে পোনা উৎপাদন। এধরনের সমস্যার জন্য মৎস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্তৃক চন্দ্রপুর ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ভিন্ন ধরনের সাংঘাতিক জাল।
মৎস্য দপ্তরের সূত্রে জানা যায়,মোবাইল কোর্ট অভিযান পরিচালনাধীনে উপস্থিত ছিলেন জেলার কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাবা মোছাঃ জাকিয়া সুলতানা এবং ঐ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সাইয়েদুল মোফাচ্ছেলীন। এছাড়া মৎস্য দপ্তরের কর্মকর্তা সহ জনসম্মুখে জাল গুলো জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।