কৃষি বিপনণের সুবিধাবাদী সুজাত হোসেন ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে
সুমন শেখ
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়ায় কৃষি বিপনণের সিনিয়র কৃষি বিপনণ কর্মকর্তা সুবিধাবাদী সুজাত হোসেনর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলেছেন কুষ্টিয়া জেলা সচেতন মহল। একটি অনুসন্ধানের রিপোর্টে জানা গেছে কুষ্টিয়া জেলা বিভিন্ন সেক্টর থেকে মাসে মাসে মাসোয়ারা নিয়ে থাকেন এই সুবিধাবাদী সুজাত হোসেন, সিনিয়র কৃষি বিপনণ কর্মকর্তা। এ বিষয়ে জেলা সচেতন মহল তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন বলেছেন দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। কুষ্টিয়া জেলার সচেতন মহল আরো জানিয়েছেন সুবিধাবাদী সুজাত হোসেন, সিনিয়র কৃষি বিপনণ কর্মকর্তার দুদকের মাধ্যমে সম্পদের হিসাব নেওয়া উচিত। কুষ্টিয়া জেলা সচেতন মহল জানিয়েছেন আমাদের এই জেলাতে কাল কল থেকে শুরু করে বিস্কুট বেকারি পর্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করে থাকেন। এইসব ক্ষেত্র থেকে সুবিধাবাদী সুজাত হোসেন, সিনিয়র কৃষি বিপনণ কর্মকর্তা মাসে মাসোয়ারা নিয়ে থাকে। কুষ্টিয়া জেলার সিনিয়র কৃষি বিপনণ কর্মকর্তা সুবিধাবাদী সুজাত হোসেন বেপরোভাবে ঘোষ দুর্নীতির করে ফেলেছেন দেখভালের কেউ নেই তাই কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনগণ জোর দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে। নিজের ইচ্ছা মত ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সুবিধাবাদী এই কৃষি বিপনণ কর্মকর্তা সুবিধাবাদী সুজাত হোসেন।দ্বিতীয় পর্বে দেখেন আরো বিস্তারিত এবং সুবিধাবাদী কর্মকর্তা সুজাত হোসেনর খুঁটির জ্বর কোথায়।