হায়রে,,,, মানুষের জীবন
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
অত্যন্ত বেদনার্থ হৃদয় নিয়ে আপনাদের জানাচ্ছি যে আমার জেঠাতো ভাই,তেতৈতলা স্কুল বাড়ি নিবাসী,নাহিদ এর বাবা মো:কামাল উদ্দিন (কন্ট্রাক্টর)আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জীবন নিয়ে আমাদের কত অহংকার,অভিযোগ কিন্তু ভাইটার জাপিত জীবন পর্যালোচনা করলে জীবন নিয়ে আর কোন মানুষের অভিযোগ থাকার কথা না।
একজন পরিশ্রমী মানুষ ছিলেন সারা জীবন প্রচুর কাজ করে,কষ্ট করে কোটি কোটি টাকায় আলিশান বাড়ি,বাল্কহেডসহ সম্পদ করেছিলেন কিন্তু ভাগ্যের কি নির্মম লিখন,সুখ ভোগ না করেই অকালে চলে গেল স্ত্রী,সেই শোক কাঁটিয়ে উঠতে কলেজ পড়ুয়া ছেলেটার উপর নির্ভর করতে না করতেই আকস্মিক বাল্কহেড থেকে নদীতে পরে সেই ছেলেটাও মারা যায়।
তারপর থেকেই চোখের সামনে দেখছিলাম ভাইটার একাকিত্বতা,নি:সঙ্গতা মানুষকে কিভাবে তিলে তিলে নি:শেষ করে দেয়।আজ বড় নি:শব্দে ভাইটি চলে গেল,রেখে গেল কষ্ট করে উপার্জিত সম্পত্তি,এতিম করে রেখে গেল দুটো ছেলে মেয়ে আর দু:খী মাকে।
হে আল্লাহ ভাইটাকে জান্নাত নসিব করুণ,মা আর রেখে যাওয়া সন্তানদের হেফাজত করুন।
মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় জানাজা নামাজে অংশ গ্রহণের অনুরোধ জানাই।
জানাজা নামাজ সকাল ৮ ঘটিকায় তেতৈতলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে।