ভাটি আবেগ
সাইফুল ইসলাম সাঈদ
হ্যাঁয়’রে সাধের যৌবন
এইতো এলে কিছুক্ষণ
নব আবেগের বার্তা বহনে
ভিতর গহিনে,
এইতো বাড়ন্ত যুব-জীবনে।
এসেই হলে আবেগে বিলিন
প্রেম কে করলে মলিন,
ভিতরে থাকোনা চিরদিনি
তা-না সৃতির আঙ্গিনায় রইলে ঋণি।
বয়স ভাটিয়ে
সময় ফুরিয়ে
আবেগের পাতা সৃতি চারণায় জমা দিয়ে তুমি নিঃখোঁজ,
আবেগ তালে
মায়ার জালে
বহতা নদীর ধারায় অশ্রু ঝরাও রোজ:রোজ।
হে যৌবন!
আবেগ তরী
ইচ্ছার দঁড়ি
ক্ষণিক ক্ষণে নিলে কারি
সৃতির পাতায় আমি আজ ফেরারী
তুমি থাকোনা অনন্ত জীবন।
রচনা তাং_২৭/৪/২০১৮ ইং