বরগুনার পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলেকে আটক করেছে কোষ গার্ড
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা দক্ষিণ অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় একটি উপজেলা, কারন এই উপজেলাটি রয়েছে বাংলাদেশের প্রায় সর্ব দক্ষিণের সমুদ্রের তীর ঘেষে, বাংলাদেশের মানুষের মাছের চাহিদার প্রায় বড় একটি অংশ যোগান দেয়া হয় এই পাথরঘাটা থেকে, এখান কার জেলেরা সরকারি নিয়ম মেনে মাছ দরেন সবসময়, কিন্তু দেখা যায় যখন সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয় তখন সব জেলেরা মাছ সিকার থেকে বিরত থাকেন, কিন্তু কিছু অসাধু জেলে আছে যে তারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরে অবৈধ ভাবে যা আইনগত ভাবে দন্ডপ্রাপ্ত অপরাধ, এবং এই অপরাদ মূলক কাজ তারা করে যাচ্ছে দিনের পড় দিন, এক পর্যায়ে কোষ গার্ডের একটি চৌকস দল গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ১৩ জন জেলেকে তারা আটক করেন সামুদ্রিক মাছ সহ, তখন তাদের কাছে পাওয়া যায় ট্রলার,মাছ ধরা জাল, সহ নানান প্রকৃতির মাছ.