না বলা কথা
সাইফুল ইসলাম সাঈদ
তোমাকে না বলা কথা
আজ ভাষা রচিতার প্রথা ,
তোমাকে না বলার কথার ব্যথা
অধুনায় গূচ্ছ ভাষার কবিতা।
যে কথা বলি বলি
একসাথে চলি চলি
মনের কথা হয়নি বলা
একসাথে হয়নি চলা,
আজ তুমি নেই___
রয়েছে তোমার ছবিটা
তা দিয়েই আজকের কবিতা।
ভালবাসার কথা বলিনি
তোমার পিছুও ছাড়িনি
তোমার পিছু হাঁটতাম
আর ভাবতাম___
যদি ভালবাসার কথা বলি
তব ঘৃণায় মুখ ফিরিয়ে যাও চলি,
তাই সে কথা হয়নি বলা
আজ বেদনার আকাশে একলা চলা।
মনের কথা না বলার কারণে
তোমার ভালবাসা সরণে
পৃষ্ঠায় পড়ে নিও
মনের সাথে মনের কথা মিলিয়ে নিও।___
তুমি ফেলে গিয়েছিলে যে ছবিটা
ভাবনায়
আনমনায়
মনের মাঝে গেঁথেছি
আর তোমার তরে লিখেছি
গদ্য-পদ্য___
রোমান্টিক কবিতা।
২৮/৪/২০১৮ ইং