বরগুনায় খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেনে ইসলামিক শ্রমিক আন্দোলন
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার আমতলী পুরাকাটার খেয়ার ইজারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করার জন্য মানববন্ধন করেন ইসলামিক শ্রমিক আন্দোলন, এ সময়ে ঐ মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ইসলামিক শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ তারা মানববন্ধনের মাধ্যমে বলেন দীর্ঘদিন যাবৎ দরে এই পুরা কাটা খেয়া পাড়াপাড় করে আসছে সাধারণ মানুষ গরিব দুঃখী ও মেহনতী মানুষেরা কিন্তু এই বছর হটাৎ করে দেখতে পেলাম যে এই খেয়া পারাপারের যে ইজারা হয়েছে তা সাধারণ মানুষের আয় ব্যায়ের বাহিরে চলে গেছে এবং এই ইজারার কারনেই খেয়া ভাড়া বৃদ্ধি করা হয়েছে, অধিক ভাড়া বেড়ে যাওয়ার কারনে যা সাধারণ মানুষের পক্ষে দেয়া অসম্ভব হয়ে গিয়েছে, তাই তারা জানান যে এই পুরাকাটার খেয়া বাতিল করতে হবে এবং খেয়া ভাড়া বর্তমান ২৫ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করতে হবে, যদি এই দাবি আদায় না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবো.