ফুলবাড়ীতে বেপরোয়া গাড়ির গতির কারণে সড়কে ঝরে গেল দুটি প্রাণ।
হাবিবুর রহমান
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে গত ১৭.৫.২০২৫ রাত আনুমানিক ১২.৩৫ মিনিটে ঢাকা দিনাজপুর মহা সড়কে ফুলবাড়ী পৌরসভা সংলগ্ন মটরসাইকেল যোগে দুই বন্ধু মিলে পশ্চিম গৌরীপাড়া ভাড়া বাসায় যাওয়ার সময় বিপরীত থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি ট্রাক তাঁদের স্বজোরে ধাক্কা দেয়। পাকা রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক আহত হলে স্থানীয় লোকজন তাঁদের দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে সোহাগ হোসেন নামে এক হোটেল শ্রমিক কে মৃত ঘোষণা করেন পরে তাঁর বন্ধু তোজাম্মেল হক চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান,
নিহত সোহাগ হোসেন ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ লুৎফর রহমানের ছেলে। সে ফুলবাড়ী ঢাকা মোড় মজনু হোটেল এন্ড রেস্টুরেন্টে কর্মচারী হিসেবে কাজ করতেন, সাথে তাঁর বন্ধু তোজাম্মেল হক বিরামপুর থানার কুর্শাখালি ভুগছি গ্রামের মৃত নজমুল হকের ছেলে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় অজ্ঞাতনামা ঘাতক ড্রাইভার হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহীব্বুল ইসলাম বলেন ঘাতক ড্রাইভার হেলপারের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে তাঁদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।