শেখ সাদী কুষ্টিয়া-৪ আসনে ধানের শীষের কান্ডারী বলেছেন জনসাধারণ
সুমন শেখ
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।।
কুষ্টিয়া জেলার খোকসা- কুমারখালী ৪ আসনে জনসমর্থনে এগিয়ে আছেন শেখ সাদী। কুষ্টিয়া জেলা খোকসা-কুমারখালির আগামীর ধানের শীষের কান্ডারী শেখ সাদী বলেছেন জনসাধারণ। একটি অনুসন্ধানে দেখা গেছে খোকসা কুমারখালী ২০ টি ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে, ত্রিমূল পর্যায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে এবং কুষ্টিয়া-৪ এর জনতার কণ্ঠস্বর শেখ সাদীর হাত কে শক্তিশালী করতে কাজ করে চলেছেন, কুষ্টিয়া কুমারখালীর কৃতি সন্তান ফজলুর রহমান চেয়ারম্যান মাস্টার্স গ্রুপ।অনুসন্ধানী রিপোর্টে দেখা যায় জনগণের ভালোবাসায় গড়ে ওঠা এক নির্ভীক, নিষ্ঠাবান ও জননন্দিত নেতা—শেখ সাদী। দীর্ঘদিন ধরে যিনি নিরলসভাবে কাজ করে গেছেন খোকসা-কুমারখালির মানুষের পাশে থেকে, সুখে-দুঃখে সবসময় ছিলেন মানুষের সঙ্গে একাত্ম হয়ে। তিনিই এখন আমাদের আশার প্রতীক,তিনিই আগামীর ধানের শীষের কান্ডারী বলেছেন খোকসা – কুমারখালী সচেতন মহল ও সাধারণ জনগণ। একদিকে সাধারণ জনগণ বলছেন শেখ সাদীর নেতৃত্বে খোকসা-কুমারখালি ফিরে পাবে উন্নয়ন, শান্তি ও অধিকার প্রতিষ্ঠার নতুন দিগন্ত-। কুষ্টিয়া খোকসা কুমারখালী সচেতন মহল স্লোগান তুলেছেন চলুন, সবাই একসাথে বলি এগিয়ে চলুক ধানের শীষ, সামনে থাকুক শেখ সাদী।