বান্দরবানে চলছে ৫ দিন ব্যাপি ভ্রাম্যমান বই মেলা
এলেক্স বড়ুয়া
বান্দরবান জেলা প্রতিনিধি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগীতায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালনায় বান্দরবান জেলা শহরে আবু সাঈদ মুক্ত মঞ্চে ৫ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা চলছে।বই মেলা ঘিরে বান্দরবানের পাঠকদের মনে তৈরি হয়েছে আনন্দের সঞ্চার। বিকেল হলে বই প্রেমীরা ভিড় করছেন বান্দরবানের আবু সাঈদ মুক্ত মঞ্চে। গত দুইদিন ধরে রয়েছে বইমেলায় পাঠকদের ভিড়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার মাধ্যমে পাঠকের হাতের কাছে পছন্দের বই বাছাই করার সুযোগ তৈরি হচ্ছে। নতুন পাঠক তৈরিতে বেশ ভূমিকা রাখছে এ বইমেলা। ডিভাইসকে দূরে রেখে আমাদের প্রচুর বই পড়তে হবে। মননজগতকে আলোকিত করতে বইয়ের বিকল্প নেই!’
এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী অন্তন চৌধুরি বলেন নিজ এলাকায় বইমেলা হওয়ায় বিভিন্ন ধরনের গল্পের ও সাহিত্য বই পড়তে পেরেছি এবং কিছু নতুন বই এর সাথে পরিচিত হয়েছি।