
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদে ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
উল্লাপাড়ায় আব্দুল আলীম (৩৪) নামের এক ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১০ টার দিকে উপজেলার পূর্ব দেলুয়া গ্রামে। আলীম এই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।
প্রতিবন্ধী মেয়ের মা জানায় ঘটনার সময় তিনি বাড়ির অদূরে মাঠে ধান মাড়াইয়ের কাজ করছিল। তার প্রতিবন্ধী মেয়ে এ সময় ঘরে একা ছিল। সেই সুযোগে কথিত আব্দুল আলীম তাদের ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসে। তখন আব্দুল আলীম দৌড়ে পালিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, ধর্ষণ চেষ্টার শিকার মেয়েটির বাবা উল্লাপাড়া থানায় আব্দুল আলীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আলীম পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তরের চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত ইমাম আব্দুল আলীমের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।