ফেনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
জাহিদ হাসান চৌধুরী ;
ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ১৩ মে (মঙ্গলবার) সকালে শহরের মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে ৪৬তম এ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা ও জেলা শিক্ষা অফিসার সফি উল্লাহ।আয়োজনকরা জানান, মেলায় ৪৫টি বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শিত হয়। এতে বিভিন্ন জেলার চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আগামী বুধবার বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হবে।