মুন্সীগঞ্জের গজারিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন গুরুতর আহত
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (১১ মে) গভীর রাতে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পাশে বালুরচর গ্রামে এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।
আহতরা হলেন,গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর গ্রামের জিতু প্রধানের ছেলে নাঈম প্রধান (১৭) ও বাউশিয়া ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের আহমদ আলীর ছেলে সোহেল রানা (২৬)।