মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় গাড়ির ধাক্কায় পথচারী নিহত.
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোবারক হোসেন (৬০ ) নামের এক পথচারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চর বাউশিয়া মধ্যম কান্দি এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত মোবারক লক্ষীপুর জেলার রামগঞ্জ থানাধীন পশ্চিম করপারা গ্রামের বাসিন্দা মৃত বেছু মিয়ার ছেলে।
জানা যায়, রাতে উল্লেখিত স্থান পার হচ্ছিলেন মোবারক হোসেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যান।